বিদ্যালয়টি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা ৫নং ব্রাহ্মনবাজার ইউনিয়নের মির্জাপুর গ্রামে অবস্থিত। বিদ্যালয়ের পূর্ব সীমান্তে ৬ কক্ষবিশিষ্ট একটি দ্বিতল ভবন, ৪ কক্ষবিশিষ্ট আরো দইটি পাকা ভবন রয়েছে। সম্মুখ ভাগে আরো একটি আধাপাকা পুরাতন গৃহ রয়েছে। বর্তমানে বিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীর অনুপাত ১:৪৪। বিদ্যালয়টি এক শিফটে পরিচালিত। উপজেলা সদর থেকে বিদ্যালয়টির দূরত্ব প্রায় ০৮ কি.মি.।
১৮৯০ সালে বিদ্যালয়টি সর্ব প্রথম মির্জাপুর গ্রামের খসরু মাষ্টারের বাড়ির সম্মুখে ঈদগাহের পার্শ্ববর্তী স্থানে স্থাপিত হয়। ঝড়ে বিদ্যালয় গৃহটি ভেঙ্গে যাবার কারণে প্রথমে মির্জাপুর চৌধুরী বাড়ীর পুকুর পাড়ে ও পরে গুড়াভূঁই গ্রামের ভটের বাড়ীর দিঘির পাড়ে স্থানান্তরিত হয়।পরবর্তীতে অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তি মো: বশির মিয়া ,মো: তাহির আলম,রফিক আহমদ ও মাস্টার আইদুল মিয়ার সার্বিক সহযোগীতায় ভূমি সংগ্রহ করে সরকারি অনুদানের মাধ্যমে স্থায়ীভাবে পাকা ভবন নির্মান করেন। বিদ্যালয়টির ভূমির পরিমান ২৭(সাতাশ) শতক। ভূমি দাতা একই গ্রামের তারক চন্দ্র দেব,ভূপেন্দ্র চন্দ্র দেব এবং কৃপেশ চন্দ্র দেব।
শ্রেণি ছাত্র ছাত্রী মোট
১ম ৪৮ ৪০ ৮৮
২য় ৩৭ ২৭ ৬৪
৩য় ৩৮ ৪৪ ৮২
৪র্থ ৫৬ ৩৬ ৯২
৫ম ৩২ ৪২ ৭৪
মোট ২১১ ১৮৯ ৪০০
০১ মো: বশির আহমদ মির্জাপুর অভিভাবক সদস্য সহসভাপতি
০২ মো: আব্দুল মতিন মীর গুড়াভূঁই অভিভাবক সদস্য সদস্য
০৩ মো: আমীর আলী গুড়াভূঁই অভিভাবক সদস্য সদস্য
০৪ অমিতা চৌধুরী গুড়াভূঁই মেধাবী ছাত্র-ছাত্রীর অভিভাবক সদস্য সদস্য
০৫ মো: আবুল হাসান রাজাপুর মাধ্যমিক শিক্ষক প্রতি. সদস্য
০৬ নিত্যানন্দ দেব গুড়াভূঁই জমিদাতা সদস্য সদস্য
০৭ নাইয়ারা নূর মির্জাপুর অভিভাবক সদস্য সদস্য
০৮ রোহেনা বেগম গুড়াভূঁই বিদ্যোৎসাহী মহিলা সদস্য
০৯ মো: মসুক মিয়া মির্জাপুর ইউ/পি সদস্য সদস্য
১০ মল্লিকা রানী দেবরায় মির্জাপুর বিদ্যা. শিক্ষক প্রতিনিধি সদস্য
১১ আবদুল হাসিম মির্জাপুর প্রধান শিক্ষক সদস্য সচিব
পাশের সন ডি.আর.ভুক্ত অংশগ্রহন পাশ পাশের হার
২০১১ ১০৮ ৮০ ৪৬ ৫৮%
২০১০ ১৪০ ১৩৬ ৯৮ ৭২%
২০০৯ ৮৫ ৮৫ ৬৩ ৭৫%
২০০৮ ১০৬ ১০৬ ৬৭ ৬৩%
২০০৭ ৬২ ৬২ ৪০ ৬৫%
সন ট্যালেন্টপুল সাধারণ মোট
২০১১ ০২ ০১ ০৩
২০১০ ০৩ ০৩ ০৬
২০০৯ - ০৩ ০৩
২০০৮ - ০২ ০২
২০০৭ ০৩ ০১ ০৪
২০০১ সালে মারফুয়াহ আশ শিফা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিশু নির্বাচিত হয়। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ২০০৭ সনে অনামিকা দেব উপজেলা পর্যায়ে ১ম স্থান এবং ২০১০ সনে স্বর্ণালী বিশ্বাস বিভাগীয় পর্যায়ে ১ম স্থান অর্জন করে। প্রধান শিক্ষক আবদুল হাসিম ২০০৭ ও ২০১১ সনে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। ২০১২ সালে আন্ত: প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতি প্রতিযোগীতায় আব্দুল্লাহ আল হোসাইন মোরগের লড়াই প্রতিযোগীতায় জেলা পর্যায়ে ১ম স্থান লাভ করে।
ভীর নলকূপ স্থাপন, বিদ্যালয়টিতে জে.এস.সি. কেন্দ্র হওয়ায় ডেমেজ ভবনের স্থলে নতুন ভবন নির্মান করা।শিশু জরীপ অনুযায়ী ১০০% ভর্তি অব্যাহত রাখা, ঝরে পড়া শুন্যের কোটায় নামিয়ে আনা এবং ১০০ ভাগ পাশ নিশ্চিত করা। স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে একটি আদর্শ ও মডেল বিদ্যালয়ে রূপান্তর করা।
আবদুল হাসিম ,প্রধান শিক্ষক, মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুলাউড়া, মৌলভীবাজার।, মোবাইল-০১৭২৪৬১৭০৮৫।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস