বিদ্যালয়টি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলাধীন কুলাউড়া উপজেলা ৫নং ব্রাহ্মনবাজার ইউনিয়নের অন্তর্গত মধ্য হিংগাজিয়া নামক গ্রামে অবস্থিত। বিদ্যালয়টিতে একটি পাকা ও একটি আধাপাকা ভবন রয়েছে। ইহার পূর্ব পার্শ্ব দিয়ে একটি পাকা রাস্তা ব্রাহ্মনবাজার হতে শ্রীমঙ্গল পর্যন্ত চলে গেছে। বিদ্যালয়ের মোট ভূমির পরিমান ১ একর ৩৮ শতাংশ। এর সম্মুখে একটি খেলার মাঠ আছে। বর্তমানে বিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীর অনুপাত ১:৬৫। বিদ্যালয়টির অবস্থানগত দিক ও পারিপার্শি¦ক পরিবেশ অত্যন্ত সুন্দর।উপজেলা সদর থেকে বিদ্যালয়টির দূরত্ব প্রায় ১০ কি.মি.।
১৮৭০ সালে বিদ্যালয়টি সর্ব প্রথম হিংগাজিয়া গ্রামের ঐতিহ্যবাহী মুন্সী বাড়িতে স্থাপিত হয়। পরবর্তীতে বৎসর খানেক হিংগাজিয়া উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পার্শ্বে এটির কার্যক্রম পরিচালিত হয়।বর্তমানে যে স্থানে বিদ্যালয়টি অবস্থিত এটি প্রবাস ভট্টাচার্য্যওে বাড়ি। তাঁর দেশ ত্যাগের পর পাকিস্থান আমলে এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী রেবতি রমন অধিকারী ,অমরেন্দ্র পাল, ভূপেন্দ্র সরকার,বেনু সেন,গোপী মিত্র প্রমুখ ব্যক্তি বর্গেও ঐকান্তিক প্রচেষ্ঠা ও আনুকূল্যে বর্তমান স্থানে স্থায়ী ভাবে বিদ্যালয়টি পতিষ্ঠা করা হয়।
শ্রেণি ছাত্র ছাত্রী মোট
১ম ৪১ ৩৫ ৭৬
২য় ৩২ ৫৩ ৮৫
৩য় ৩৬ ২৫ ৬১
৪র্থ ২০ ৩১ ৫১
৫ম ১৮ ৩২ ৫০
মোট ১৪৭ ১৭৬ ৩২৩
০১ আফিয়া বেগম মধ্য হিংগাজিয়া বিদ্যোৎসাহী মহিলা সহসভাপতি
০২ মো: আস্বাদ আলী উত্তর হিংগাজিয়া বিদ্যোৎসাহী পুরুষ সদস্য
০৩ মো: ফজলুর রহমান হেলাপুর ইউ/পি সদস্য সদস্য
০৪ মো: শরীফ মিয়া উত্তর হিংগাজিয়া অভিভাবক সদস্য ২৩/৭/১২ ইং তারিখে মৃত্যুবরণ করায় শুন্য আছে
০৫ শ্রী রণবাবু সিংহ তিলকপুর মাধ্যমিক শিক্ষক প্রতি. সদস্য
০৬ নাছিমা বেগম দক্ষিণ হিংগাজিয়া জমিদাতা সদস্য সদস্য
০৭ হাছনা বেগম হেলাপুর মেধাবী ছাত্র-ছাত্রীর অভিভাবক সদস্য সদস্য
০৮ কল্যানী রানী চন্দ মধ্য হিংগাজিয়া অভিভাবক সদস্য সদস্য
০৯ কোন জমি দাতা সদস্য নাই
১০ শিবানী রানী অধিকারী উত্তর হিংগাজিয়া বিদ্যা. শিক্ষক প্রতিনিধি সদস্য
১১ রজত কান্তি দেব মির্জাপুর প্রধান শিক্ষক সদস্য সচিব
পাশের সন ডি.আর.ভুক্ত অংশগ্রহন পাশ পাশের হার
২০১১ ৩৫ ৩৫ ৩৩ ৯৪%
২০১০ ৩১ ৩০ ৩০ ১০০%
২০০৯ ২৯ ২৯ ২৯ ১০০%
২০০৮ ৩৩ ৩৩ ৩০ ৯১%
২০০৭ ৪৪ ৪৪ ২৪ ৫৫%
সন ট্যালেন্টপুল সাধারণ মোট
২০১১ ০৩ ০১ ০৪
২০১০ - ০১ ০১
২০০৯ ০১ ০১ ০২
২০০৮ ০১ ০২ ০৩
২০০৭ - ০১ ০১
২০১২ সালে ৩টি ট্যালেন্টপুল ও ১টি সাধারণ বৃত্তি লাভ সহ প্রতি বছর কিছু না কিছু বৃত্তি প্রাপ্তি।
শিশু জরীপ অনুযায়ী ১০০% ভর্তি অব্যাহত রাখা, ঝরে পড়া শুন্যের কোটায় নামিয়ে আনা ,শতভাগ ছাত্র উপস্থিতি এবং ১০০ ভাগ পাশ নিশ্চিত করা। স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে একটি আদর্শ ও মডেল বিদ্যালয়ে রূপান্তর করা।
রজত কান্তি দেব,প্রধান শিক্ষক, হিংগাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুলাউড়া, মৌলভীবাজার।, মোবাইল-০১৭১৪৬০৮৯৪২।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস