বিদ্যালয়টি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা ৫নং ব্রাহ্মনবাজার ইউনিয়নের গাজীপুর নামক গ্রামে অবস্থিত। এর চতুর্পাশ্বে ফলদ ও ঔষধি গাছের সমারোহ বিদ্যালয়টিকে মনোরম পরিবেশ দান করেছে।এটি একটি আধাপাকা ঘর এবং প্রায় জরাজীর্ণ বিধায় অনতিবিলম্বে নতুন ভবন নির্মান করা জরুরী। এতে মোট ৩টি শ্রেণিকক্ষ ও একটি অফিস কক্ষ আছে। বর্তমানে বিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীর অনুপাত ১:৪৫। বিদ্যালয়টির সম্মুখে একটি ছোট খেলার মাঠ আছে এবং মাঠটি দেয়াল বেষ্টিত যার প্রবেশ পথে একটি সুন্দা নামাংকিত তোরণ রয়েছে। উপজেলা সদর থেকে বিদ্যালয়টির দূরত্ব প্রায় ১০ কি.মি.
১৯৪৫ সালে গাজীপুর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক মো: আয়াত উল্লাহ এবং জনাব মো: মদরিছ আলী এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার সার্থে যথাক্রমে ১৯ ও ০৩ শতক জমি দান করেন। ভবিষ্যত নাগরিকদেরকে সুশিক্ষিত করে গড়ে তুলার মানসিকতায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।তাদের নিজ গ্রামের নামানুসারে বিদ্যালয়টির নামকরণ করা হয়। ১৯৭৬-৭৭ সালে ১ম বারের মত সরকারি অনুদানে একটি টিনসেড ঘর নির্মিত হয় অদ্যাবধি সেখানেই পাঠদান চলছে।
০১ মো: ফখরুল ইসলাম হি.গাজীপুর অভিভাবক সদস্য সহসভাপতি
০২ মো: আপ্তাব উদ্দিন হি.গাজীপুর বিদ্যোৎসাহী পুরুষ সদস্য
০৩ মো: আব্দুস সোবহান হি.গাজীপুর জমিদাতা সদস্য সদস্য
০৪ মো: আনোয়ার হোসেন হি.গাজীপুর ইউ/পি সদস্য সদস্য
০৫ জেলেহা বেগম হি.গাজীপুর মাধ্যমিক শিক্ষক প্রতি. সদস্য
০৬ নাজমা বেগম হি.গাজীপুর অভিভাবক সদস্য সদস্য
০৭ মোমিরুন বেগম হি.গাজীপুর মেধাবী ছাত্র-ছাত্রীর অভিভাবক সদস্য সদস্য
০৮ মনোয়ারা বেগম হি.গাজীপুর বিদ্যোৎসাহী মহিলা সদস্য
০৯ শিরিণ আক্তার হি.গাজীপুর অভিভাবক সদস্য সদস্য
১০ মোহাম্মদ ফখর উদ্দীন গোবিন্দপুর বিদ্যা. শিক্ষক প্রতিনিধি সদস্য
১১ দিপালী ভট্টাচার্য্য লংলা চা বাগান প্রধান শিক্ষক সদস্য সচিব
পাশের সন ডি.আর.ভুক্ত অংশগ্রহন পাশ পাশের হার
২০১১ ২৩ ২৩ ১৭ ৭১%
২০১০ ২৬ ২৪ ২৪ ১০০%
২০০৯ ২০ ২০ ১৬ ৮০%
২০০৮ ২০ ২০ ২০ ১০০%
২০০৭ ১৫ ১৫ ১৫ ১০০%
সন ট্যালেন্টপুল সাধারণ মোট
২০১১ - - -
২০১০ - - -
২০০৯ - - -
২০০৮ ০১ - ০১
২০০৭ - ০১ ০১
জরীপকৃত শিশুদের শতভাগ ভর্তি এবং এলাবাসীর উদ্যোগে সীমানা প্রাচীর নির্মান।
শিশু জরীপ অনুযায়ী ১০০% ভর্তি অব্যাহত রাখা, ঝরে পড়া শুন্যের কোটায় নামিয়ে আনা এবং ১০০ ভাগ পাশ নিশ্চিত করা। স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে একটি আদর্শ ও শ্রেষ্ঠ বিদ্যালয়ে রূপান্তর করা।
দিপালী ভট্টাচার্য্য,প্রধান শিক্ষক, হিংগাজিয়া গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুলাউড়া, মৌলভীবাজার।, মোবাইল-০১৭১৬৯৩৭৯৩৩।
হিংগাজিয়া গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় , কুলাউড়া , মৌলভীবাজার
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস